বিএমডিসির আশ্বাসে আন্দোলন স্থগিত করল মেডিকেল শিক্ষার্থীরা

Image

ডেস্ক,৮ জানুয়ারী ২০২৩:

ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের কর্মসূচি স্থগিত করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়।

রোববার (৮ জানুয়ারি) বেলা ৩টায় বিএমডিসি কার্যালয়ে স্মারকলিপি জমা শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এর আগে রোববার সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন।

আরো পড়ুন:জবিতে ক্লাস শুরু ২২ জানুয়ারি

আন্দোলনে অংশ নেওয়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী সাইফ আলি দ্যা ডেইলি ক্যাম্পাস জানান, বিএমডিসির রেজিস্ট্রার স্যার আগামী সাত কার্য দিবসের মধ্যে আমাদের সমস্যা সমাধানের জন্য সভা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। আপাতত আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মেডিকেলের শিক্ষার্থীরা ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। সবশেষ গত ২৭ ডিসেম্বর দাবি আদায়ে বিএমডিসির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।