বিএড প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সূচি

Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ খ্রিষ্টাব্দের বিএড (অনার্স) প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিচের সময় অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময় প্রকাশ করা হবে।

• শিক্ষার্থীকে অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহের শেষ তারিখ: ০৯–১২–২০২৩।

• শিক্ষার্থী কর্তৃক প্রিন্ট করা ফরম কলেজে জমা দেয়ার শেষ তারিখ: ১০–১২–২০২৩।

পরীক্ষায় যাঁরা অংশগ্রহণ করতে পারবেন:

• নিয়মিত: ২০২১–২০২২ শিক্ষাবর্ষ।

• অনিয়মিত/ মানোন্নয়ন: ২০২০–২০২১, ২০১৯–২০২০, ২০১৮–২০১৯, ২০১৭–২০১৮, ২০১৬–২০১৭, ২০১৫–২০১৬ শিক্ষাবর্ষ।

শর্তাবলি:

১। উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফরম পূরণ করতে পারবে না।

২। পূর্বে প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে কোনো পরীক্ষার্থী ফরম পূরণ করতে পারবে না।

৩। ২০২১ সালের পরীক্ষায় ‘C’ গ্রেড, ‘D’ গ্রেড এবং ‘F’ গ্রেডপ্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ‘C’ গ্রেড, ‘D’ গ্রেড একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। তবে অনুপস্থিত (NA) বা অকৃতকার্য (‘F’ গ্রেডপ্রাপ্ত) পরীক্ষার্থীরা সর্বোচ্চ দুবার মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে।

৪। কোনো পরীক্ষার্থী সর্বোচ্চ দুটি পত্রে মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবে।

জেনে রাখুন: ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অকৃতকার্য (F)/ অনুপস্থিত (NA) পরীক্ষার্থী ৫০০০ টাকা বিশেষ ফি জমা দিয়ে ফরম পূরণ করতে পারবেন। উক্ত শিক্ষাবর্ষের কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থ হলে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করে আবার অকৃতকার্য হলে অথবা ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে, পরবর্তী সময় কোনো অবস্থাতেই পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করতে পারবেন না।

• বিস্তারিত তথ্য জানতে ওয়েসসাইট: www.nu.ac.bd

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।