নিজস্ব প্রতিবেদক | ৩০ মার্চ, ২০২২
নিয়মিত রেজিস্ট্রেশন শেষ হলেও ২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশন চলছে। আগামীকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে। গত ২৫ মার্চ থেকে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
আরো পড়ুনঃ রমজানে স্কুল ছুটি নিয়ে ফেসবুক পোষ্ট : দুজন শিক্ষক বরখাস্ত
বোর্ডে জানিয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। করোনার কারণে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেনি বা অন্য কারণে বাদ পড়েছে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হলো।
ঢাকা বোর্ড আরও জানিয়েছে, এ সময়ের পর কোন অবস্থাতেই রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নিদিষ্ট সময়ের মধ্যে তথ্য সংশোধন না হলে দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।