ডেস্কঃ শিক্ষা প্রশাসনের তিনজন কর্মকর্তাকে বদলি করা হলেও সে আদেশ বাতিল করা হয়েছে। বদলির আদেশ বাতিল হওয়া ওই তিনজন হলেন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক ড. তাহসিনা আক্তার, মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক ড. রিয়াদ চৌধুরী এবং যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম। গত জানুয়ারি মাসের শেষে তাদের বদলি করা হলেও নে আদেশ বাতিল করা হয়েছে। তাই তারা আগের দপ্তরেই থাকছেন।
আরো পড়ুন:সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান: দীপু মনি
মঙ্গলবার তাদের বদলির আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
জানা গেছে, গত ২৬ জানুয়ারি নায়েমের প্রশিক্ষণ ও বাস্তবায়ন শাখার পরিচালক অধ্যাপক ড. তাহসিনা আক্তারকে সরকারি তিতুমীর কলেজে, মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক ড. রিয়াদ চৌধুরীকে নায়েমের প্রশিক্ষণ ও বাস্তবায়ন শাখার পরিচালক পদে এবং যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক মো. সিরাজুল ইসলামকে নোয়াখালীর চৌমুহনী সরকারি কলেজে বদলি করা হয়েছিলো। সে আদেশ বাতিল করা হয়েছে।
আর দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. ফরাজ উদ্দিন তালুকদারকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে বদলি করা হলেও তা সংশোধন করে তাদের দিনাজপুর সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। ২২ ফেব্রুয়ারির মধ্যে তাকে অবমুক্ত হতে বলা হয়েছে।