বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৯৫% শিক্ষার্থী করোনার টিকার আওতায় এসেছেন। এদের মধ্যে ৭০% দুই ডোজ ও ২৫% এক ডোজ টিকা নিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশের বেশি শিক্ষক দুই ডোজ টিকা নিয়েছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। এ দুই বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে।
এছাড়াও সোমবার (৩ অক্টোবর) ১ম-৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়েছে। ১৭ অক্টোবর থেকে এদের সেমিস্টার ফাইনাল শুরু হবে। শিক্ষার্থীদের থিওরি ক্লাস ও ক্লাস টেস্ট পরীক্ষা অনলাইনে শেষ হয়েছে। যেসব বর্ষের ব্যবহারিক ক্লাস ও ক্লাস টেস্ট এখনো শেষ হয়নি তাদের ৪ অক্টোবর থেকে ক্লাস শুরু হয়েছে।
প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ড. খান মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থী হলে উঠেছে। শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে নির্দেশনা দেওয়া হয়েছে।