বরিশাল ভার্সিটির শিক্ষার্থীদের ২২ দফা মেনে নিয়েছেন ভিসি

বরিশাল প্রতিনিধি : শিক্ষার্থীদের ২২ দফা দাবীতে চলমান টানা সাতদিনের আন্দোলন যৌক্তিক বলে মেনে নেয়ায় সোমবার দুপুরে আন্দোলন প্রত্যাহার করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ফিরে গেছে শিক্ষার্থীরা।

নেতৃস্থানীয় ছাত্রদের সাথে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি’র সাথে তার কার্যলয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে সমঝোতা বৈঠকে পর্যায়ক্রমে দাবী মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন ভিসি।

সূত্রমতে, গত ২০ জুলাই থেকে শিক্ষার্থীদের সমস্যা সম্বলিত ২২ দফা সমাধানের জন্য আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে শিক্ষার্থীরা একাডেমীক ও প্রসাশনিক ভবনে তালা ঝুলিয়ে পরীক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবী মেনে নেয়ায় বিজয় অর্জন হয়েছে। আন্দোলনের নেতৃত্বদানকারী মোঃ সবুজ জানান, উপাচার্য তাদের ২২ দফা দাবীকে যৌক্তিক বলে দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন।

নগর পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সাইফুল্লা মোঃ নাসির জানান, সাতদিনের ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক জানান, শিক্ষার্থীদের দাবীগুলো একাডেমীর স্বার্থের সাথে সংশ্লিষ্ট হওয়ায় সময়ের ব্যবধানে মেনে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এরমধ্যে যেগুলো যতো দ্রুত সম্ভব সমাধান করা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।