ফের দ্বাদশ শ্রেণির শিক্ষাথীদের বিষয়-গ্রুপ পরিবর্তনের সুযোগ

Image

নিজস্ব প্রতিবেদক,২৭ জানুয়ারী ২০২৩:

ফের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন টিসি, বিষয়, গ্রুপ, ভার্সন, শিফট ও ছবি পরিবর্তনের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাড়পত্র, বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন ও ছবি পরিবর্তন ও ভর্তি বাতিলের কার্যক্রম চলবে। গতকাল বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

আরো পড়ুন: শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল ফেব্রুয়ারিতে

বোর্ড জানিয়েছে, এ কার্যক্রম অনলাইনে চলবে। তাই শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই।

জানা গেছে, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনে ২০০ টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তনে ৮০০ টাকা, অনলাইন টিসি বা বিটিসির জন্য ৭০০ টাকা, ভর্তি বাতিলের জন্য ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আর শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না।

এর আগে গত ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন টিসি, বিষয়, গ্রুপ, ভার্সন, শিফট ও ছবি পরিবর্তনের সুযোগ দেয়া হয়েছিলো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।