ফাঁকা ১৩৪ আসনে সরাসরি ভর্তি নেবে শাবিপ্রবি

Image

ডেস্ক, ০২ ফেব্রুয়ারি ২০২৩:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৩৪টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সরাসরি ভর্তি নেওয়া হবে। সকাল ৯টা থেকে এসব আসনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

রো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্কিল-বেইজড কোর্সের ভর্তি কার্যক্রম শুরু

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্য সাতটি বিষয়ের ১২৪টি আসন ফাঁকা রয়েছে। আর মানবিকের একটি বিষয়ে আসন ফাঁকা ১০টি। সকাল ৯টা থেকে বিজ্ঞানের মেধাক্রম ৮০০১ থেকে ৯৪০০ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে। আর বেলা ২টা থেকে মানবিকে ডাকা হয়েছে ১১০১ থেকে ১৬৫০ পর্যন্ত।

অ্যাকাডেমিক ভবন-এ’র ১২১ নম্বর কক্ষে ভর্তি প্রক্রিয়া চলবে। যারা আগে কোনো বিষয় বরাদ্দ পাননি, তারা ভর্তির সুযোগ পাবেন। শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত ১৫ হাজার টাকা সঙ্গে রাখতে হবে। এ ছাড়া মূল সনদসহ প্রয়োজনীয় কাগজ আনতে বলা হয়েছে। আসন শূন্য থাকা পর্যন্ত মেধাক্রম অনুযায়ী ভর্তি চলবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।