প্রাথমিক শিক্ষকদের বদলি আবার শুরু

Image

নিজস্ব প্রতিবেদক, ০২ জানুয়ারি, ২০২৩:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন গ্রহণ আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে। একই উপজেলার মধ্যে বদলি হতে অনলাইনে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত সহকারী শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা প্রাথমিক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। একজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ৭৪,৪০০ টাকা বেতনে ঢাকা ওয়াসায় চাকরি

তিনি জানান, ৩ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলার মধ্যে আবেদন অনলাইনে নেয়া হবে। অধিদপ্তরের দেয়া শর্ত অনুযায়ী, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি স্কুল পছন্দ দিতে পারবেন। তবে, কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুইটি স্কুল পছন্দ দিতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি করা হলে তা বাতিল করার জন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

জানা গেছে, নির্ধারিত লিংকে প্রবেশ করে (http://myschool.eis.dpe.gov.bd/login) লগইন করে সহকারী শিক্ষকরা একই উপজেলার মধ্যে বদলি হতে অনলাইন ৩ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।