প্রাথমিক বিদ্যালয় উন্নয়নসহ ১৫ প্রকল্প অনুমোদন

ঢাকা : চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নসহ ১৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পসমূহ বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৬ হাজার ৯০৫ কোটি ৯৯ লাখ টাকা। 

এরমধ্যে সরকারি তহবিল থেকে ২২ হাজার ৫৭৩ কোটি ৯৫ লাখ টাকা, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৮৪ কোটি ৬৪ লাখ ও বৈদেশিক সহায়তা থেকে ৩ হাজার ৯৪৭ কোটি ৪০ লাখ টাকা যোগান দেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।