প্রাথমিক বিজ্ঞান : গুরুত্বপূর্ণ সাজেশন

স্বরুপ দাস, প্রশি ও প্রশিক্ষকPSC-Prathomic-Biggan-14--100x100
প্রশ্ন (৫ নম্বরের জন্য)
১. পরিবেশে কীভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল? ২. খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের পার্থক্য লিখ। ৩. পরিবেশ সংরক্ষণের উপায় লিখ। ৪. চিত্রসহ পানিচক্র বর্ণনা কর। ৫. পানি দূষণ বর্ণনা কর। ৬. দূষিত পানি জীবনের জন্য ক্ষতিকর- ব্যাখ্যা কর। ৭. পদার্থের গঠন বর্ণনা কর। ৮. খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্যের ব্যবহার ও এগুলোর ভয়াবহতা লিখ। ৯. জাঙ্ক ফুড কী? এর সুবিধা, অসুবিধা লেখ। ১০. খাদ্যদ্রব্য সংরক্ষণের উপায় বর্ণনা কর। ১১. সোয়াইন ফ্লু সম্পর্কে যা জান লেখ। ১২. ডেঙ্গুজ্বরের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ লিখ। ১৩. বাতজ্বর কী? এর লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা লিখ। ১৪. বয়ঃসন্ধিকাল কী? এর পরিবর্তনগুলো কী কী? বয়ঃসন্ধিকালে তুমি কী কী করবে? ১৫. মহাবিশ্ব সম্পর্কে তোমার ধারণা লিখ। ১৬. ঋতু পরিবর্তন কেন হয়? ১৭. সৌরজগতের একটি মডেল এঁকে উহার সদস্যদের পরিচয় দাও। ১৮. প্রযুক্তি আমাদের জীবনকে প্রভাবিত করে- ব্যাখ্যা কর। ১৯. প্রযুক্তির ব্যবহারে মানবিক হওয়া উচিত কেন? ২০. কৃষি প্রযুক্তি বর্ণনা কর। ২১. তথ্য প্রযুক্তি বলতে কী বুঝ? আমাদের জীবনে তথ্য প্রযুক্তির প্রভাব কী? ২২. তথ্য প্রযুক্তি কী? তথ্য সংরক্ষণের উপায়গুলো লেখ। ২৩. শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি কীভাবে কাজে লাগে? ২৪. সূর্যতাপ কীভাবে আবহাওয়া পরিবর্তনে ভূমিকা রাখে তা ব্যাখ্যা কর/আবহাওয়ার ওপর সূর্যতাপের প্রভাব লিখ। ২৫. বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কী কী হতে পারে? আলোচনা কর। ২৬. জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে খাপ খেয়ে চলতে পারে তা আলোচনা কর। ২৭. বাংলাদেশে বিকল্প জ্বালানির উৎসগুলো লিখ। ২৮. সম্পদের পরিকল্পিত ব্যবহারের তিন পদ্ধতি বর্ণনা কর। ২৯. জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি কীভাবে ভূমিকা রাখতে পারে? ৩০. বাড়তি জনসংখ্যার কুফলগুলো লিখ। *** ৩১. পরিবেশ সংরক্ষণের উপায় লিখ।
প্রশ্ন (১ নম্বরের জন্য)
১. ক্লোরোফিন/ সালোক সংশ্লেষণ/ খাদ্যশৃঙ্খল/ খাদ্যজাল/ পরাগায়ন কী বা কাকে বলে? ২. ১টি খাদ্য শৃঙ্খল ও ১টি খাদ্যজালের উদাহরণ দাও। / খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের পার্থক্য লিখ। ৩. মাটি/ পানি/ বায়ু/ শব্দ দূষণের কারণ লিখ। ৪. শব্দ দূষণের প্রভাব লেখ। ৫. শব্দ দূষণ রোধে তোমার করণীয়গুলো লিখ। ৬. রাসায়নিক পদার্থ মিশিয়ে কীভাবে পানি বিশুদ্ধ করা হয়? ৭. বায়ুর ব্যবহার লিখ। ৮. অগ্নিনির্বাপক যন্ত্র সম্পর্কে কী জান? ৯. পদার্থ ও শক্তির পার্থক্য লিখ। ১০. শক্তি কী? এর উৎস লিখ। ১১. তাপ সঞ্চালন পদ্ধতি কাকে বলে? ইহা কত প্রকার ও কী কী? ১২. বিকিরণ পদ্ধতি কী? ১৩. পরিমিত খাদ্য কেন গ্রহণ করব? ১৪. বাড়িতে খাদ্যদ্রব্য সংরক্ষণের মূল উদ্দেশ্য কী? ১৫. খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্যের নাম লিখ। ১৬. জাঙ্ক ফুডের ১টি সুবিধা ও ১টি অসুবিধা লিখ। ১৭. আমাদের জীবনে নিরাপদ পানির প্রয়োজনীয়তা লেখ। ১৮. সংক্রামক রোগ কাকে বলে? উদাহরণ দাও। ১৯. ডেঙ্গু প্রতিরোধের উপায় লিখ। ২০. কত বছর বয়স থেকে বয়ঃসন্ধিকাল শুরু হয়? ২১. পৃথিবীর গতি কয়টি ও কী কী? /আহ্নিক গতি ও বার্ষিক গতি কাকে বলে? ২২. অধিবর্ষ কেন হয়? ২৩. গ্রহ ও নক্ষত্রের পার্থক্য লিখ। ২৪. প্রযুক্তি কী? ২৫. কত সাল পর্যন্ত কৃষি প্রযুক্তি ছিল ধীরগতির? ২৬. প্রযুক্তির ব্যবহার কেন মানবিক হবে? ২৭. কম্পিউটারে বিভিন্ন অংশগুলোর/ আউটপুট/ ইনপুটের নাম লিখ। ২৮. উপাত্ত/তথ্য প্রযুক্তি কী? ২৯. কম্পিউটারে কীভাবে তথ্য সংগ্রহ করা যায়।/ কীভাবে তথ্য সংগ্রহ করতে হয়? ৩০. আবহাওয়া/ জলবায়ু কী?/ আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লিখ/ আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলোর নাম লেখ। ৩১. কালবৈশাখী/ ঘূর্ণিঝড় কী? ৩২. বিরূপ আবহাওয়ার উদাহরণ দাও। ৩৩. কালবৈশাখী ঝড় কেন হয় তা ব্যাখ্যা কর। ৩৪. গ্রিন হাউস কী?/ গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে না থাকলে পৃথিবীতে কী হতো? ৩৫. প্রাকৃতিক/ কৃত্রিম সম্পদ কী? বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলোর নাম লিখ। ৩৬. নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কী কী? ৩৭. সবুজ শক্তি কী? ৩৮. সম্পদ সংরক্ষণে কী কী করণীয়? ৩৯. জনসংখ্যা কাকে বলে? ৪০. আদমশুমারি কী? ৪১. বিগত ৭০ বছরে বাংলাদেশের জনসংখ্যার পরিসংখ্যান লিখ। ৪২. জীববৈচিত্র্যের/ চিকিৎসার/ কর্মসংস্থানের ওপর জনসংখ্যার প্রভাব লিখ।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।