ডেস্ক: প্রাথমিক প্রধান শিক্ষকদের ৯/৩/১৪ হতে ১৪/১২/২০১৫ পর্যন্ত টাইমস্কেল পেতে মন্ত্রিপরিষদ বিভাগের সুপারিশ পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। গত ৫ জানুয়ারি ২০২১ তারিখের মোঃ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত ২১/১৮ নং স্বারকে এ পত্র জারী করা হয়।
সুত্র জানায়, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপ দাস এর আবেদনের প্রেক্ষিতে এ পত্র জারী করা হয়।
উল্লেখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েছে। তাই তারা আপাতত টাইম স্কেল পাবেন না বলে জানিয়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ২০০৯ খ্রিষ্টাব্দে জারি করা জাতীয় বেতন স্কেলে তৃতীয় শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির কর্মচারীদের টাইম স্কেল বা উচ্চতর স্কেল দেয়ার বিষয়টি আলাদা বিধান থাকায় এ সিদ্ধান্ত জানিয়েছে অর্থ বিভাগ।
তারই প্রেক্ষিতে প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ ও সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক স্বরুপ দাসের প্রচেষ্টায় আবারও টাইমস্কেল পাওয়ার সম্ভাবনার দার খুলে গেল।