প্রাথমিকে বদলি চলতি বছরের জন্য শেষ

Image

নিজস্ব প্রতিবেদক,২৭ এপ্রিল ২০২৩:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম চলতি বছরের জন্য শেষ হয়েছে। নতুন করে আবেদন নেওয়ার সুযোগ নেই।

বুধবার (২৬ এপ্রিল) প্রাথমিক অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপা.) নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সব পর্যায়ে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম ২০২৩ এরই মধ্যে সম্পন্ন হওয়ায় বদলি সংক্রান্ত আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, তদবির, ঘুষ বাণিজ্য ও শিক্ষকদের হয়রানি বন্ধ করতে প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষকদের বদলি অনলাইনে করা হয়। প্রথম ধাপে আন্তঃউপজেলা, দ্বিতীয় ধাপে আন্তঃজেলা, এরপর আন্তঃবিভাগ বদলি কার্যক্রম শেষ করার পর সর্বশেষ আন্তঃসিটি কর্পোরেশন ও মহানগরে বদলির কার্যক্রম ঈদের আগে শেষ করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।