প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়ন ১৯ ফেব্রুয়ারি

ডেস্ক,১২ফেব্রুয়ারীঃ
চূড়ান্ত নিয়োগের দুই মাসের মাথায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ১৪৭ জন সহকারী শিক্ষকের পদায়ন হচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পদায়ন আদেশ জারি করা হবে। এর আগে ১৬ ফেব্রুয়ারি নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।

এদিকে, আগামী ১৭-১৯ ফেব্রুয়ারি নিয়োগকৃত এসব সহকারী শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে আয়োজিত এসব প্রোগ্রামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব/যুগ্ন সচিব পর্যায়ের কর্মকর্তা ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড, এসডিজি-৪’ অর্জনে করণীয় বিষয়ে এসব শিক্ষকদের নির্দেশনা প্রদান করবেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ১৩ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক অফিস আদেশে ১৬ ফেব্রুয়ারি নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান, ১৭ হতে ১৯ ফেব্রুয়ারি ওরিয়েন্টশেন, ১৯ ফেব্রুয়ারি পদায়ন আদেশ জারির কথা বলা হয়েছিল।

জহিরুল ইসলাম নামে কক্সবাজার জেলায় নিয়োগ পাওয়া সহকারী শিক্ষক বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। তাছাড়া ওরিয়েন্টেশন ১৭-১৯ ফেব্রুয়ারি হবে বলে জানতে পেরেছি।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে পাস করেছেন ১৮ হাজার ১৪৭ জন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।