প্রাথমিকের বৃত্তির ফল যাচাইয়ের সুযোগ

Image

নিজস্ব প্রতিবেদক,২ মার্চ ২০২৩: প্রযুক্তিগত ত্রুটির কারণে স্থগিত হওয়া প্রাথমিকের বৃত্তির ফল বুধবার রাতে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এতে মোট প্রাপ্ত বৃত্তির সংখ্যার পরিবর্তন হয়নি। ফলে আগের তালিকায় নাম থাকা অনেকেই সংশোধিত তালিকা থেকে বাদ পড়েছে।

এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে প্রাপ্যতা ছিল কিন্তু কারিগরি ত্রুটির কারণে বাদ পড়া শিক্ষার্থীরা। ফলে আগের তালিকায় নাম থাকা অনেকেই নতুন তালিকায় বাদ পড়েছে। এসব শিক্ষার্থীকে বৃত্তির ফল যাচাই করে দেখার সুযোগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

আরো পড়ুন:আজ থেকে চালু হল গেদে এবং মাহাদিপুর বর্ডার

বৃহস্পতিবার (২ মার্চ) এ তথ্য জানান ডিপিই পরিচালক (প্রশিক্ষণ) ড. উত্তর কুমার দাশ। তিনি বলেন, বৃত্তির ফলাফল চ্যালেঞ্জ ও পুনর্নিরীক্ষা করার সুযোগ আইনে নেই। তারপরও এবার যেহেতু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, তাই আমরা এ সুযোগটি দিতে চাই। কী কারণে ওই শিক্ষার্থী বৃত্তি পায়নি তা আবেদনকারীকে ব্যাখ্যাসহ জানিয়ে দেওয়া হবে।

ড. উত্তর কুমার দাশ আরও বলেন, সংশোধিত ফলাফলে কেউ সংক্ষুব্ধ হয়ে বা পরীক্ষায় অংশ নিয়েছে কিন্তু কোনো তালিকায় নাম আসেনি এমন যে কেউ এ আবেদন করতে পারবে। আমরা তাদের আবেদনগুলো যাচাই বাছাই করে দেখবো। উপজেলা, জেলা, বিভাগীয় বা অধিদপ্তরে এ আবেদন করা যাবে বলেও জানান তিনি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।