১. If the price is low, demand.
(ক) will be increased (খ) will increase (গ) is increased (ঘ) would be increased
উত্তর: (খ) will increase
২. 2x = 3y+5 হলে 4x-6y = কত?
(ক) 10
(খ) 15 (গ) 20 (ঘ) 12
উত্তর: (ক) 10
৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
(ক) ৭ (খ) ৫০ (গ) ৫১ (ঘ) ৬০
উত্তর: (গ) ৫১
৪। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙ্কতিটি কার? (ক) মদনমোহন তর্কালংকার
(খ) কালিপ্রসন্ন সিংহ
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তর: (ক) মদনমোহন তর্কালংকার
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন 2022
৫. There is ———-milk in the bottle.
(ক) very little (খ) small (ঘ) a little
(গ) very few
উত্তর: (ঘ) a little
৬। ভৌগলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
(ক) ১৭ আগস্ট ২০১৭ (খ) ২৭ জানুয়ারি ২০১৯ (গ) ১৭ জুন ২০২১ (ঘ) ১৭ নভেম্বর ২০১৬
উত্তর: (ক) ১৭ আগস্ট ২০১৭
৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
(গ) ৬ (ঘ) ৭
(ক) ৪ (খ) ৫
উত্তর: (ক) ৪
৮। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি?
(ক) অজ্ঞাতকুলশীল
(খ) বংশপরিচয়হীয়ন
(গ) কুলবংশাহীন
(ঘ) অজ্ঞাতকুলীন
উত্তর: (ক) অজ্ঞাতকুলশীল
৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
(ক) 6 (খ) 3
(গ) 4
(ঘ) 5
উত্তর: (ঘ) 5
১০। What is an epic ?
(ক) a novel
(খ) a long poem
(গ) a long prose composition
(ঘ) a romance
উত্তর: (খ) a long poem
১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
(ক) ৫০ (খ) ৬০ (গ) ৭০ (ঘ) ৮০
উত্তর- (খ) ৬০
এখনই পড়ুন বিগত সালের জ্যামিতি প্রশ্ন ১৯৯৩-২০১৯ সাল পর্যন্ত ১৪৩ টি প্রশ্ন।
১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) সূর্য পূর্বদিকে উদয়মান হয়
(খ) সূর্য পূর্বদিকে উদিয়মান হয়।
(গ) সূর্য পূর্বদিকে উদয় হয়।
(ঘ) সূর্য পূর্বদিকে উদিত হয়।
উত্তর: (ঘ) সূর্য পূর্বদিকে উদিত হয়
১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?
(ক).০১ (খ).১ (গ).২ (ঘ) ১
উত্তর: (ক) .০১
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 প্রশ্ন
১৪। ‘কার্যে বিরতি’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
(ক) হাত করা
(খ) হাত গুটান
(গ) হাত থাকা
(ঘ) হাত আসা
উত্তর: (খ) হাত গুটান
১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
(ক) ৮৮৯৮
(খ) ৯৮৯৯
(গ) ১৯৯৯
(ঘ) ১১৯৯
উত্তর- (খ) ৯৮৯৯
১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?
(ক) ১৯৬ (খ) ৯৮ (গ) ৯৬
(ঘ) ১৯২
উত্তর: (খ) ৯৮
১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?
(ক) সালফেট ও নাইট্রেট
(খ) ফসফেট ও নাইট্রোজেন (গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম
(ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস
উত্তর: (খ) ফসফেট ও নাইট্রোজেন
১৮। ‘আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে?
(ক) লালন শাহ
(গ) পাগলা কানন
(খ) হাসন রাজা
(ঘ) রাধারমণ দত্ত
উত্তর: (ক) লালন শাহ
১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত
মিটার?
(ক) ৭২০ (খ) ১২০০ (গ) ৫০০
(ঘ) ৬০০
উত্তর: (গ) ৫০০
২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
(ক) ৩১ (খ) ৩৯
(গ) ৭১ (ঘ) ৪১
উত্তর: (ক) ৩১
২১। ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ কী?
(ক) সুনিশ্চিত
(খ) নির্বাচনযোগ্য নয়
(গ) বর্ণনাতীত
(ঘ) অনিশ্চিত
উত্তর: (গ) বর্ণনাতীত
২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
(ক) গমনের পশ্চাৎ
(থ) গমনের অর্থ
(গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন
উত্তর: (ক) গমনের পশ্চাৎ
২৩। “To break the ice” means.
(ক) to end the hostility
(খ) to end up partnership you
(গ) to start quarreling
(ঘ) to start a conversation
উত্তর: (ঘ) to start a conversation
এখনই পড়ুন বিগত সালের জ্যামিতি প্রশ্ন ১৯৯৩-২০১৯ সাল পর্যন্ত ১৪৩ টি প্রশ্ন।
২৪। ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
(ক) মেধা+বিন (খ) মেধা+বি (গ) মেধাবী+ই (ঘ) মেধা+আধী
উত্তর: (ক) মেধা+বিন
২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে।
(ক) শিল্প (খ) কৃষি (গ) সাহিত্য (ঘ) বিজ্ঞান
উত্তর: (খ) কৃষি
২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
(ক) ১০ ও ২৪ (খ) ১০ ও ১৬ (গ) ৭ ও ১১ (ঘ) ১২ ও ১৮
উত্তর: (খ) ১০ ও ১৬
২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কত তম প্রধান ভাষা?
(ক) ষষ্ঠ (খ) সপ্তম (গ) চতুর্থ (ঘ) পঞ্চম
উত্তর: (ঘ) পঞ্চম
২৮। The correct spelling is
(ক) Assignment
(খ) Assignernent (গ) Asignmment
(ঘ) Asignment
উত্তর: (ক) Assignment
২৯। কল কল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়?
(ক) সমুচ্চয়ী (খ) অনুসর্গ (গ) অনস্বী (ঘ) অনুকার
উত্তর: (ঘ) অনুকার
৩০। “রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেড়া ডিঙা বায়” কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?
(ক) রূপসী ডিঙা
(খ) রূপসী বাংলা
(গ) রূপসা নদী
(ঘ) গ্রামবাংলার নদী
উত্তর: (গ) রূপসা নদী
৩১। x+y=12 এবং xy=2 হলে xy এর মান কত?
(ক) ৪৫ (খ) ৩০ (গ) ৪০ (ঘ) ৩৫
উত্তর- (ঘ) ৩৫
৩২. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
(ক) শূন্য
(খ) শূণ্য (গ) ত্রিভুজ
(ঘ) ভূবন
উত্তর- (গ) ত্রিভুজ
৩৩। ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?
(ক) মিলন
(খ) আরোহন
(গ) স্নান
(ঘ) বিসর্জন
উত্তর: (ঘ) বিসর্জন
৩৪। নিচের কোনটি বিদেশি শব্দ?
(ক) কান
(খ) কাজ
(গ) কাঁচি (ঘ) কলম
উত্তর: (ঘ) কলম (আরবি)
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২২
৩৫। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল কত?
(ক) ৮১
(খ) ১০০০
(গ) ১০৯
(ঘ) ১০০
উত্তর: (ঘ) ১০০
৩৬। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?
(ক) মধ্যপ্রাচ্য (খ) দূরপ্রাচ্য (গ) আমেরিকা (ঘ) দক্ষিণ এশিয়া
উত্তর: (গ) আমেরিকা
৩৭। জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়?
(ক) ৪ মে (খ) ২ এপ্রিল (গ) ৪ এপ্রিল (ঘ) ২ মে
উত্তর: (খ) ২ এপ্রিল
৩৮। Agomoni School is one of the best in the city. এখানে ভুল শব্দটি কোনটি?
(ক) school (খ) schools গ) of the (ঘ) high school
উত্তর: (খ) schools
৩৯। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
(ক) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ (খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
(গ) ১৭ জানুয়ারি ১৯৬৮ (ঘ) ৫ জানুয়ারি ১৯৬৯
উত্তর: (খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
৪০. The Principal will——- the answer scripts.
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ প্রশ্ন সমাধান
(ক) look into ( খ) look over (গ) look for (ঘ) look at
উত্তর: (খ) look over
৪১। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?
(ক) রাঙ্গামাটি (খ) খাগড়াছড়ি (গ) চট্টগ্রাম (ঘ) ফরিদপুর
উত্তর: (ক) রাঙামাটি
৪২। বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধা মাত্রা
(ক) 1Q>90 (খ) 1Q>100 (গ) 1Q>130 (ঘ) IQ>150
উত্তর: (গ) 1Q>130
৪৩। ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ
(ক) অহ+রহঃ (খ) অহ+অহ (গ) অহঃ+অহ (ঘ) অহঃ+রহ
উত্তর: (গ) অহঃ+অহ
৪৪. I look forward to
(ক) have heard from you soon.
(খ) see you soon.
(গ) hear for you soon.
(ঘ) hearing from you soon.
উত্তর: (ঘ) hearing from you soon.
৪৫. I water the plants. The word ‘water is used as
(ক) Verb (খ) Adverb (গ) Noun (ঘ) Pronoun
উত্তর: (ক) Verb
৪৬। Are you doing anything special the——-weekend?
(ক) by (খ) in (গ) at (ঘ) on
উত্তর: (গ) at
৪৭। ৮, ১১, ১৭, ২৯, ৫৩, — পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ৫৯ (খ) ১০১ (গ) ৭৫ (ঘ) ১০২
উত্তর: (খ) ১০১
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পাস নম্বর
৪৮। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
(ক) ৫০০ মিটার
(খ) ২০০ মিটার (গ) ৪০০ মিটার
(ঘ) ৩০০ মিটার
উত্তর: (গ) ৪০০ মিটার
৪৯. “Once in a blue moon’ means
(ক) hourly
(খ) always
(গ) very rarely
(ঘ) nearly
উত্তর: (গ) very rarely
৫০। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে? -উক্তিটি কার?
(ক) মুনির চৌধুরী
(খ) হুমায়ন আজাদ (ঘ) স্বর্ণকুমারী দেবী
(গ) মীর মশাররফ হোসেন
উত্তর: (গ) মীর মশাররফ হোসেন
৫১। BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) ব্যাংকক
(খ) থিম্পু
(গ) ঢাকা
(ঘ) দিল্লী
উত্তর: (গ) ঢাকা
৫২। টর্নেডো শব্দটি এসেছে
(ক) Tunioda
(খ) Tonada (গ) Tornada
(ঘ) Toonida
উত্তর: (গ) Tornada
৫৩। একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
(ক) ৮৯০০
(খ) ৫০০০ (গ) ৫২৫০
(ঘ) ৫৫৫০
উত্তর: (খ) ৫০০০
৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
(ক) ৯৭ (খ) ৮৩ (গ) ৮৭ (ঘ) ৯৩
উত্তর: (ক) ৯৭
৫৫. He came to Dhaka with a view to —– a new place.
(ক) watch
(খ) Look
(গ) visit
(ঘ) visiting
উত্তর: (ঘ) visiting
৫৬। ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
(ক) কোনটিই নয় (খ) ৫৬ (গ) ৬০
(ঘ) ৩২
উত্তর: (ঘ) ৩২
৫৭. Which of the following is the correct sentence?
(ক) He has said which is right.
(খ) What has he said is right.
(গ) What he has said is right.
(ঘ) He has said that what is right.
উত্তর: (গ) What he has said is right.
৫৮। “Leave no stone unturned” means
(ক) try every possible means
(খ) heavy stone
(গ) rare stone
(ঘ) impossible
উত্তর: (ক) try every possible means
৫৯। x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ প্রশ্ন (ক) z/xzly (খ) xz>yz
(গ) xz<yz
(ঘ) x/zry/z
উত্তর: (খ) xz<yz
৬০। Choose the correct spelling-
(ক) Achievment
(খ) Acheivment
(গ) Achievement
(ঘ) Achevement
উত্তর: (গ) Achievement
৬১। Remove শব্দটির Noun
(ক) Remove
(খ) Removal
(গ) Re-movement
(ঘ) Removing
উত্তর: (খ) Removal
৬২। নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
(ক) আশ্রয়ন ও শিক্ষা সহায়তা (খ) ত্রাণ ও পুনর্বাসন
(গ) নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা
(ঘ) মেট্রোরেল ও রূপপুর প্রকল্প
উত্তর: (ক) আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
৬৩। If I—– you, I would not have done this.
(ক) are (খ) was (গ) am (ঘ) were
উত্তর: (ঘ) were
৬৪। আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
(ক) শঙ্খ ঘোষ
(খ) শেখ মুজিবুর রহমান
(গ) মমতাজউদ্দিন আহমেদ
(ঘ) শওকত আলী
উত্তর: (খ) শেখ মুজিবুর রহমান
৬৫। কাল বৈশাখীর ইংরেজি কী?
(ক) Dark Westerlies (খ) West Westerlles
(গ) North Westerlies (ঘ) Black Westerlics
উত্তর: (গ) North Westerlies
৬৬। ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’ গানটির গীতকার কে?
(ক) শেখ ওয়াহিদ
(খ) কিরণ রায়
(গ) শাহ আবদুল করিম। ঘ) কাঙ্গালিনী সুফিয়া
উত্তর: (ক) শেখ ওয়াহিদ
৬৭। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
(ক) পদ্মগোখরা
(খ) পদ্মপুরাণ
(গ) পদ্মাবতী
(ঘ) পদ্মরাগ
উত্তর: (ক) পদ্মগোখরা
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান
৬৮। UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
(ক) ১৯৯৭
(খ) ১৯৯৯
(গ) ২০০০ (ঘ) ২০০১
উত্তর: (খ) ১৯৯৯
৬৯। ‘গৌরব’ শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি?
(ক) গৌর+অব
(থ) শুরু+অব
(গ) গুরু+অব
(ঘ) গুরু+ঘৃণ
উত্তর: (ঘ)
৭০। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছোট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
(ক) ২১ মিটার (খ) ৫৬ মিটার (গ) ৭ মিটার (ঘ) ১৪ মিটার
উত্তর: (ঘ) ১৪ মিটার