নিজস্ব প্রতিবেদক,১৭ ফ্রেব্রুয়ারী
বাংলাদেশের ৬৫০০০ প্রধান শিক্ষকদের হৃদয়ের স্পন্দন, আশা, আকাঙ্খার মূর্ত প্রতীক, আস্থা,ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি-কে দেশব্যাপী সাংগঠনিক কাঠামো জোরদারকরণ, মাঠপর্যায়ে সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করা, প্রধান শিক্ষকদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার মাধ্যমে প্রধান শিক্ষকদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও প্রধান শিক্ষকদের বিভিন্ন প্রত্যাশা পূরণে সহায়ক ভুমিকা রাখার প্রয়াসে সিলেট বিভাগে বাসপ্রাবি প্রধান শিক্ষক সমিতি’র ১৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সিলেট বিভাগের আহবায়ক ঘোষনা করা হয়েছে অরুণ কুমার দাস ও সদস্য সচিব সালিকুর রহমান সালিক রহমানের নেতৃত্বে ১৮১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। বুদবার বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়।
সিলেট বিভাগীয় কমিটিকে ধন্যবাদ জানিয়েছে,কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক নজরুল ইসলাম,খুলনা বিভাগের সভাপতি জাহাঙ্গির আলম,সাধারন সম্পাদক স্বরুপ দাস,চট্রগ্রাম বিভাগের সভাপতি রঞ্জিত ভট্রাচার্য ও সাধারন সম্পাদক শাখায়ত হোসেন,পার্বত্য চট্রগ্রামের সভাপতি সবিনয় দেওয়ান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।