ডেস্ক,১০ নভেম্বর ২০২২: আজ ১০ নভেম্বর ২০২২ খ্রিঃ প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড রিভিউ মামলায় সরকারের রিভিউ আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে আজ শুনানি অনুষ্ঠিত হয়নি।
প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদক স্বরুপ দাস শিক্ষাবার্তাকে জানান,আমাদের মামলা শুনানীর কার্য তালিকায় ২৫০ নম্বরে ছিল। এতো সংখ্যক মামলা একদিনে শুনানি হয় না। তাই আজ আমাদের মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি। রিভিউ মামলার শুনানি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। তাই সকলকে ধৈর্য ধারণ ও যার যার ধর্ম মতে সৃস্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানান তিনি।
আরো পড়ুন: ১০ম গ্রেড রিভিউ আবেদনের শুনানি: আপিল বিভাগ যা বললেন
প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি রঞ্জিত ভট্রাচার্য মনি শিক্ষাবার্তাকে জানান,প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও ১০ম গ্রেড মামলার সমন্বয়ক রিয়াজ পারভেজ ও সাধারন সম্পাদক নজরুল নেতৃত্বে আমরা প্রধান শিক্ষক নায্য দাবী আদায়ে কাজ করছি। সবাইকে পাশে থাকার আহবান জানান তিনি।