দুর্গাপূজার ছুটির মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষার তারিখ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কিছু বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। তারা পূজার ছুটির পর পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অভিযোগ, দুর্গাপূজাকে ঘিরে তাদের নানা রকম প্রস্তুতি, পরিকল্পনা ও আচার-অনুষ্ঠান থাকে। পরিবারের সঙ্গে দুর্গাপূজা উদযাপন তাদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়। কিন্তু এবার পূজার মধ্যে পরীক্ষা হওয়ায় তারা তাদের বছরের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব থেকে বঞ্চিত হবেন।
আরও জানা গেছে, এ বছর নির্ধারিত তারিখ অনুযায়ী, আগামী ১১ অক্টোবর ষষ্ঠী, ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী, ১৪ অক্টোবর নবমী এবং ১৫ অক্টোবর বিজয়া দশমী পালন করা হবে। তবে এর মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থীদের আটকেপড়া সেমিস্টার পরীক্ষা আগামী ৭ অক্টোবর থেকে সশরীরের শুরু হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সঙ্গে মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।