পুলিশের এসআই পদের লিখিত-মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ

Image

নিজস্ব প্রতিবেদক,১৮ ফেব্রুয়ারি ২০২২:

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-১) মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd থেকে ফলাফল পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষায় এবার ১৪ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী অংশ নেন। ৩টি বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জন প্রার্থী সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা গত ৮ থেকে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে পাশের হার ২৩ দশমিক ৬০ শতাংশ। উত্তীর্ণ প্রার্থীদের আবশ্যিকভাবে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশ নিয়ে তাতে উত্তীর্ণ হতে হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।