পাঠ্যক্রমে কোন পরিবর্তন আসছে না

নিজস্ব প্রতিবেদক,২২ এপ্রিল: আগামী বছরের জন্য সাড়ে ৩৫ কোটি বিনামূল্যে পাঠ্যবই ছাপবে সরকার। এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। অক্টোবরের মধ্যে বই ছাপার কাজ শেষ করবে বলে জানিয়েছে বোর্ড। তবে পাঠ্যক্রমে এবারও কোন পরিবর্তন আসছে না বলে জানিয়েছে বোর্ড। -ইন্ডিপেন্ডেট

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে আসছে।

এনসিটিবি’র চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা বলেন, প্রাথমিকের দরপত্র এরই মধ্যে জমা দিয়েছে মুদ্রণ ব্যবসায়ীরা। প্রতিটি বইয়ের দাম ২৩ টাকা দরে দরপত্র জমা দিয়েছেন তারা। কাগজের দামের চাহিদা দিয়েছে টনপ্রতি গড়ে ৮৫ হাজার টাকা করে।

মুদ্রণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, এবার কাগজের দাম কম হওয়ায় আমরা সেভাবেই দরপত্র দিয়েছি। এনসিটিবি সেভাবেই বিবেচনা করবে।

গত বছর বিনা বিনামূল্যের পাঠ্য বই ছাপানো নিয়ে মুদ্রণ মালিকদের সাথে দ্বন্দে দুই দফা দরপত্র আহ্বান করতে হয় এনসিটিবিকে। ফলে নির্ধারিত সময়ে বই পাওয়া নিয়ে ছিল শঙ্কা।

এনসিটিবি’র চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা আরো বলেন, এবারো পাঠ্যক্রমে কোন পরিবর্তন আসছে না। তবে ২০২১ সালে পাঠ্যক্রমে পরিবর্তন আনবে এনসিটিবি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।