পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে প্রাথমিকের প্রধান শিক্ষকদের স্মারকলিপি

sarok2নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ সারাদেশে পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক সমিতি। গতকাল বৃহস্পতিবার ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তারা এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক রিয়াজ পারভেজ। জেলা প্রশাসকের পে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল আবেদিন।
স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন- প্রধান শিক খায়রুল ইসলাম, এসএম ছায়িদ উল্লা, নূরে আলম সিদ্দিকি, মিজানুর রহমান মিজান, খবর আলী, ধনঞ্জয় কুমার সেন, মো. আলাউদ্দিন, রিনা রানী সাহা, ঝর্ণা রানী মণ্ডল, সালমা আক্তার প্রমুখ।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- বেতন স্কেলের বৈষম্য দূর করে প্রধান শিক পদে প্রথম নিয়োগের সময় জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর দশম গ্রেডে ৮০০০-১৬,৫৪০/- টাকার স্কেলসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে প্রধান শিকদের নামীয় গেজেট প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করা। ১ম/২য়/৩য় টাইম-স্কেলপ্রাপ্ত প্রধান শিকগণের করেসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা জারি করা। প্রধান শিক পদে নতুন নিয়োগ ও পদোন্নতি পিএসসি’র আওতাভুক্ত রাখা। প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করে প্রধান শিক থেকে উপরের পদসমূহে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু করা। প্রাথমিক শিা সম্পর্কিত বিভাগীয় নীতি-নির্ধারণী সিদ্ধান্তের েেত্র প্রধান শিকদের সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
এদিকে পাঁচ দফা দাবিতে প্রধান শিকদের পূর্ণাঙ্গ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদমর্যাদার বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক সমিতি স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক সায়মা ইউনুস যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস ব্যক্ত করেন।
প্রধান শিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্মআহ্বায়ক স্বরূপ দাস স্বারিত পাঁচ দফা সংবলিত স্মারকলিপিতে বলা হয় বেতন বৈষম্য দূর করে জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর দশম গ্রেডে ৮০০০-১৬৫৪০/- টাকার স্কেলসহ গেজেটেড কর্মকর্তা হিসেবে শিকদের নামীয় গেজেট প্রকাশ করা, টাইমস্কেলপ্রাপ্ত শিকদের করেসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণের সময় অর্থ মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা জারি করা, প্রধান শিক পদে নতুন নিয়োগ ও পদোন্নতি পিএসসির আওতাভুক্ত রাখা, শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু করা, প্রাথমিক শিা সর্ম্পকিত বিভাগীয় নীতি নির্ধারণীর েেত্র প্রধান শিকদের সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার সভাপতি আলাউদ্দিন, সিনিয়র সহসভাপতি হাসানুল আলম, সহসভাপতি কুতুব উদ্দিন, সহসম্পাদক আকবর আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাধারণ স¤পাদক মুকুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মোমেন, মোস্তফা, জীবননগর উপজেলার সভাপতি শামিম আক্তার, সহসভাপতি আলামিন, আলমডাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক শামসুর রহমান, মেহেদি রেজা, হারুন অর রশিদ, মোছা. লিপি, আজিজ, আলহেলালসহ বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক শিকবৃন্দ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।