পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাদপড়া শিক্ষকদের কপাল খুলল

Image

পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পেলেও চূড়ান্ত সুপারিশে টেকনিক্যাল কারণে বাদপড়া ৮২ জন প্রার্থীর কপাল খুলেছে। এই প্রার্থীদের চূড়ান্ত সুপারিশে অন্তর্ভুক্তির অনুমোদন মিলেছে। শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।

সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৮২ জন শিক্ষককে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে মেধাক্রম অনুযায়ী বিধি মোতাবেক চূড়ান্ত নিয়োগ সুপারিশ দেয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সম্মতি দিয়েছে।

এর আগে টেকনিক্যাল কারণে বাদপড়া প্রার্থীদের অঅবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত সুপারিশে অন্তর্ভুক্তির অনুমোদন চেয়ে তালিকাসহ শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মন্ত্রণালয়ে পাঠানো তালিকায় দেখা যায়, আইসিটি, ফিনান্স–ব্যাংকিং ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক পদের প্রার্থীরা রয়েছেন। যাদের কাগজপত্র সঠিক থাকার পরেও টেলিটকের টেকনিক্যাল কারণে চূড়ান্ত সুপারিশ করা যায়নি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।