নোবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় সহযোগিতা চান স্বজনরা

Image

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গালিব-উজ-জামান। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সিএসটিই বিভাগের শিক্ষার্থী।

প্রাথমিকভাবে ৬টি কেমোথেরাপি দেওয়ার বিষয়ে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন।

অসুস্থ গালিবের চিকিৎসায় আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তার পরিবারের সদস্য, সহপাঠী, স্বজনরা।

গালিবের চিকিৎসায় ফান্ডিংয়ের উদ্যোগ নিয়েছে নোবিপ্রবির সিএসটিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন।সদস্যদের বিকাশ, নগদ ও রকেট নম্বরে সহায়তা পাঠানো যাবে।

১. আবুল কালাম আজাদ, সিএসটিই ১ম ব্যাচ (ফ্যাকাল্টি মেম্বার) বিকাশ- 01722034899
২. মারুফ হাসান বুলবুল, সিএসটিই ২য় ব্যাচ (বিকাশ ও নগদ) 01818387511
৩. মো. মাঈনুদ্দীন,সিএসটিই ১ম ব্যাচ (বিকাশ ও নগদ) 01714634759
৪. মাশপি রাহমান, সিএসটিই ৫ম ব্যাচ বিকাশ- 01670633325
৫. সালাউদ্দিন পাঠান, সিএসটিই ৬ষ্ঠ ব্যাচ (ফ্যাকাল্টি মেম্বার) বিকাশ ও নগদ- 01857839590
৬. মোহাম্মাদ রাফিদ শাহরিয়ার, (সিএসটিই ৬ষ্ঠ ব্যাচ) বিকাশ ও নগদ- 01740048308, রকেট- 017400483086
৭. রুবাইয়াত হোসাইন, সিএসটিই ৩য় ব্যাচ বিকাশ- 01719989739
৮. মো. ইলিয়াস খান,সিএসটিই ৩য় ব্যাচ নগদ- 01878044639
৯. মো. কামরুল হাসান সেতু, সিএসটিই ৭ম ব্যাচ (বিকাশ ও নগদ) 01815721463, রকেট- 018157214638
এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও সহযোগিতা পাঠানো যাবে।

অ্যাকাউন্ট নাম-সিএসটিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
ব্যাংক একাউন্ট নং ২৫০১১০০০০৫৫১৫, মাইজদী কোর্ট ব্রাঞ্চ, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।