প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব ( ট্যাবলেট) পেয়েছেন নেত্রকোণা ২৩১ জন মেধাবী শিক্ষার্থী। ২০২১ সালের গৃহগণনা ও জনশুমারি প্রকল্পের আওতায় ক্রয়কৃত এসব ট্যাব জেলার আটপাড়া উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম-দশম শ্রেনীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
সোমবার (১০ জুলাই) সকাল ১০ ঘটিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ এর সভাপতিত্বে উপজেলা মাল্টিপারপার্স হলরুমে এ ট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: ৪১তম বিসিএস: নন-ক্যাডারের পদ সংখ্যা কত?
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া-আটপাড়া সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি। তিনি বলেন দেশকে স্মার্ট করতে হলে সরকারের পাশাপাশি আমাদের সকলের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের নিজেদের ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ গ্রহণ করতে হবে। তারাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে।তারাই সোনার বাংলা গড়ে তুলবে।