নবম শ্রেণীর পাঠ্যবইয়ে যুক্ত হল প্রেম ও ডেটিং সম্পর্কিত অধ্যায়

Image

অনেকেই বলে থাকে, শিশুদের শুরু থেকেই সব ধরণের নেতিবাচক বিষয়ে স্পষ্ট ধারণা দেয়া উচিত। এতে তারা পুরো বিষয়ে একটা সঠিক ধারণা নিয়ে সামনের পথ চলতে পারে। অবশ্য এ বিষয়ে রয়েছে নানা যুক্তি। কেউ কেউ এর বিপক্ষেও মত দেন। তবে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সব বিষয়ে শিক্ষার্থদের ধারণা দেওয়ার পক্ষে অধিকাংশ অভিভাবক। হয়তো এমন চিন্তা থেকেই ভারতের নবম শ্রেণির সিলেবাসে ‘ডেটিং’, ‘সম্পর্কের জটিলতা’ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।

আনন্দবাজার সংবাদ মাধ্যমে বলা হয়েছে, অবশ্য এসব নিয়ে লেখা অংশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এ পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। পুরো অধ্যায়টি পড়ার ইচ্ছে প্রকাশও করছেন কেউ কেউ। অনেকে নিজেদের স্কুল জীবনের অভিজ্ঞতার কথাও বলছেন। অনেক বাবা-মায়েরাই এই বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সামগ্রিকভাবে, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এই প্রগতিশীল পদক্ষেপের জন্য ইতিবাচক সাড়া পড়েছে সমাজমাধ্যমে। আগামী দিনে এমন অনেক বিষয় সিলেবাসে যোগ করার অনুরোধও জানানো হচ্ছে। মনে করা হচ্ছে, স্কুল জীবনেই যদি সম্পর্কের এই সব জটিলতার ব্যাপারে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে, তবে অনেক অপরাধ, আত্মহত্যার মতো ঘটনা আটকানো সম্ভব হবে।

সূত্র: এই সময়

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।