নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির অভিনন্দন

Image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু নির্বাচিত হওয়ায় তাঁকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ,নির্বাহী সভাপতি রঞ্জিত ভট্রাচার্য মনি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,নির্বাহী সম্পাদক স্বরুপ দাস ও কো-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এক অভিনন্দন বার্তায় বলেন, শাহাবুদ্দিন চপ্পুর মতো একজন বিজ্ঞ, প্রাজ্ঞ, দক্ষ, সৎ, দেশপ্রেমিক বহুমাত্রিক প্রতিভার অধিকারী সৃজনশীল ও মুজিবাদার্শে বিশ্বাসী মানুষ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াতে দেশবাসীর সাথে আমরাও আনন্দিত।

একজন দক্ষ সংগঠক ও গতিশীল নেতৃত্বের অধিকারী মানুষ হিসেবে তিনি রাষ্ট্রের এই সর্বোচ্চ পদে স্বীয় দায়িত্ব পালনে সফল হবেন বলে আমরা প্রত্যাশা করি।

দেশের মানুষের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখবেন বলে আমরা আশা করি।

আরো অভিনন্দন জানান,সিনিয়ার সহসভাপতি দিলীপ মন্ডল,নজরুল ইসলাম,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক এসএম সাইদুল্লাহ,অর্থ সম্পাদক নুরে আলম সিদ্দিকী,সাংগাঠনিক সম্পাদক অরুন কুমার দাস,সহসভাপতি লিপি আফরিন,আমাতুল হাফিস,নিলুফার প্রমুখ।

অভিনন্দন বার্তায় নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।