নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি অভিভাবকদের বুঝিয়ে রিপোর্ট কার্ড হস্তান্তরের নির্দেশ

Image

নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ফল প্রকাশের সময় মূল্যায়ন পদ্ধতি অভিভাবকদের পুঙ্খানুপুক্ষভাবে বুঝিয়ে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড হস্তান্তরের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আরো পড়ুন: ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডে প্রধান শিক্ষককে গণপিটুনি

গত ৩০ নভেম্বর স্কুলে-স্কুলে বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন শেষ। আজ বৃহস্পতিবার থেকে ফল প্রকাশ শুরু করছে কিছু স্কুল। আগামী
সপ্তাহে বাকি স্কুলগুলোর ফল প্রকাশ হবে। এ পরিস্থিতিতে সব সরকারি ও বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে অধিদপ্তর।

গতকাল বুধবার মধ্যরাতে আদেশটি প্রকাশ করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নতুন জাতীয় শিক্ষাক্রম অনুসারে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে মূল্যায়নের পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে, শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।