নতুন এমপিও হলেন যারা

ডেস্ক: সাত হাজার ৬শ ৬৬ জন শিক্ষক-কর্মচারী জানুয়ারি মাসে নতুন এমপিও সুবিধা পেলেন। গত ২৪ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কর্মকর্তাদের হ-য-ব-র-ল অবস্থার মধ্যে অনুষ্ঠিত এমপিও সভায় এমপিও সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয় বলে অধিদপ্তরের এমপিও কর্মকর্তারা শিক্ষাবার্তা ডটকমকে আজ রোববার জানিয়েছেন।

যথাযথ হিসেব ছাড়াই ওই সভা শুরু হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বড় কর্তারা। অনলাইন বিড়ম্বনায় ইএমআইস সেলসহ স্বয়ং অধিদপ্তরের কর্তারাই।
শিক্ষাবার্তার হাতে থাকা এমপিও সভার কার্য বিবরণী অনুযায়ী, জানুয়ারি মাসে ইনডেক্সবিহীন (নিবন্ধনধারী) স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ৩ হাজার ৯৮১ জন।

ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীগণের বকেয়াসহ এমপিওভুক্তি ৮৮৫ জন। টাইম স্কেল পেয়েছেন এক হাজার ৭শ ৪০ জন, বিএড স্কেল পেয়েছেন ৮৭১ জন।
এছাড়াও ১৮৯ জন শিক্ষক-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।