দ্রুত শেষ হবে শিক্ষা ক্যাডারের ৪৯তম বিশেষ বিসিএস, আবেদন চলছে

Image

সরকার দ্রুত সময়ের মধ্যেই শিক্ষা ক্যাডারের ৪৯তম বিশেষ বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। ইতিমধ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহযোগিতা দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে। চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসের মতোই ৪৯তম বিসিএস সরকারে অগ্রাধিকার তালিকায় রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার একজন যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, “চিকিৎসক ও শিক্ষক নিয়োগের বিষয়টি সরকার বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। ডিসেম্বরের মধ্যেই দুটি বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করে পদায়নের পরিকল্পনা রয়েছে।”

৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২২ জুলাই ২০২৫ থেকে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ শুরু করেছে। আবেদন করা যাবে ২২ আগস্ট ২০২৫ তারিখের সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এ বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে মোট ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। পরীক্ষার সিলেবাস ইতোমধ্যে প্রকাশ করেছে পিএসসি, যেখানে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি—এসব আবশ্যিক বিষয়ের মানবণ্টন দেওয়া হয়েছে।

পদসংশ্লিষ্ট ৩৬টি বিষয়ের তালিকা

এ ছাড়াও ৪৯তম বিসিএসে অন্তর্ভুক্ত রয়েছে ৩৬টি পদসংশ্লিষ্ট বিষয় যেমন—বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, শিক্ষা, ব্যবসায় শিক্ষা, কৃষি, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি প্রভৃতি।

প্রতিটি বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

আবেদনের নিয়ম ও শর্ত

  • বয়সসীমা: ১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ২১–৩২ বছরের মধ্যে হতে হবে।

  • আবেদন করতে হবে: bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে

  • ছবি ও স্বাক্ষর আপলোড: রঙিন ছবি (৩০০x৩০০ px, সর্বোচ্চ ১০০ কেবি), স্বাক্ষর (৩০০x৮০ px, সর্বোচ্চ ৬০ কেবি)

  • ফি: সাধারণ প্রার্থীর জন্য ২০০ টাকা, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৫০ টাকা

  • ফি প্রদান: টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ২টি এসএমএসের মাধ্যমে

সহায়তা ও সতর্কতা

আবেদন ফি জমার পর কোনো তথ্য পরিবর্তনের সুযোগ নেই, তাই আবেদনপূর্ব সকল তথ্য সাবধানে যাচাই করার পরই চূড়ান্ত সাবমিট করতে হবে। কারিগরি সহায়তার জন্য নির্ধারিত হেল্পলাইন নম্বরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। সহায়তা ইমেইল: [email protected]


সংক্ষিপ্তে:

  • বিসিএস নাম: ৪৯তম (বিশেষ)

  • পদসংখ্যা: ৬৮৩ (শিক্ষা ক্যাডার)

  • আবেদন সময়সীমা: ২২ জুলাই – ২২ আগস্ট ২০২৫

  • পরীক্ষা পদ্ধতি: ২০০ নম্বর লিখিত (MCQ), ১০০ নম্বর মৌখিক

  • ওয়েবসাইট: bpsc.teletalk.com.bd

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Image Not Found