দ্বিতীয় বার পরীক্ষায় বসতে দেওয়ার ‘শর্ত’ হিসেবে ছাত্রীকে প্রকাশ্যে কুপ্রস্তাব দিলেন বাবার বয়সী এক শিক্ষক!

ডেক্স : নকল করে ধরা পড়ার পর দ্বিতীয় বার পরীক্ষায় বসতে দেওয়ার ‘শর্ত’ হিসেবে এক ছাত্রীকে প্রকাশ্যে কুপ্রস্তাব দিলেন এক শিক্ষক। ছাত্রীর অভিযোগ, তার সঙ্গে রাত না কাটালে পরীক্ষা হলের প্রবেশপত্র এবং গুরুত্বপূর্ণ নথি ফিরিয়ে না দেওয়ার হুমকি দিয়েছেন অমিত গনভীর নামে ওই শিক্ষক। ঘটনাটি ঘটেছে ভারতের নাগপুরের এক পলিটেকনিক কলেজে।

ভারতের একটি জনপ্রিয় পত্রিকার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৩ এপ্রিল নাগপুরের ধর্মপীঠ পলিটেকনিক কলেজে পরীক্ষার সিট পড়েছিল ওই ছাত্রীর। অমিত ছিলেন ওই হলের গার্ড। পরীক্ষা চলাকালীন নকল করার সময় ধরা পড়েন ওই ছাত্রী। ওই ছাত্রীর সমস্ত নথিও বাজেয়াপ্ত করে নেওয়া হয়।

ওই ছাত্রীর অভিযোগ, তার প্রবেশপত্র, মোবাইল, আইডেন্টিটি কার্ড- সবই বাজেয়াপ্ত করে নেন ওই শিক্ষক। তিনি প্রতিবাদ করতে গেলে ওই শিক্ষক তাকে কুপ্রস্তাব দেন। তার সঙ্গে রাত না কাটালে নথি ফিরিয়ে দেবেন না বলে হুমকিও দেন তিনি। এর পরই ঘটনা কলেজের অধ্যক্ষকে জানান ওই ছাত্রী। অভিযোগ জাননো হয় স্থানীয় আম্বাজারি থানাতেও।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।