দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান কাজী শহিদুল্লাহ

Image

ডেস্ক,২৫ মে ২০২৩: দ্বিতীয়বারের মতো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ। বৃহস্পতিবার (২৫ মে) রাতে শিক্ষাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ফাইলে স্বাক্ষর করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান নিয়োগের জন্য অধ্যাপক শহীদুল্লাহ্, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের নাম যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফর থেকে ফিরে আজ বৃহস্পতিবার অধ্যাপক শহীদুল্লাহ্কে নিয়োগ দিয়ে ফাইলে সাক্ষর করেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।