দেশে ২৭ লাখের কম বেকার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর আড়াই শতাংশেরও কম কর্মসংস্থানের বাইরে। বেকারের সংখ্যা ২৭ লাখেরও কম।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে বিবিএস পরিচালিত ২০১৬-১৭ অর্থবছরের শ্রমশক্তি জরিপ প্রকাশ করা হয়। এ জরিপে উল্লিখিত তথ্য জানানো হয়।

পরিসংখ্যান ব্যুরোর করা শ্রম জরিপের প্রতিবেদনে দেখা যায়, মানুষের কাজের ধরণ অনুযায়ী বাংলাদেশে কর্মক্ষম মানুষ ১০ কোটি ৯১ লাখ। এদের মধ্যে বেকার ২৬ লাখ ৮০ হাজার। কৃষিতে কর্মসংস্থান ২৩ শতাংশ (২৪ দশমিক ৭ মিলিয়ন), ইন্ডাস্ট্রি সেক্টরে ১১ শতাংশ (১২ দশমিক চার মিলিয়ন), সার্ভিস সেক্টরে ২২ শতাংশ (২৩ দশমিক সাত মিলিয়ন) এবং অনান্য সেক্টরে ৪২ শতাংশ (৪৫ দশমিক ৫ মিলিয়ন)।

জরিপ অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে ১৩ লাখ মানুষ চাকরি পেয়েছেন। একই সময়ে বিদেশে চাকরি হয়েছে আরো ১০ লাখের। এর বাইরে ১৪ লাখ মানুষ আগে বিনা পারিশ্রমিকে কাজ করলেও এই সময়ের মধ্যে মজুরির আওতায় এসেছেন। সব মিলিয়ে ওই অর্থবছরের মোট ৩৭ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমদ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।