নিজস্ব প্রতিবেদক,১৮ এপ্রিল ২০২৩: গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল পাবনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহ বইছে, আগামীকাল (১৯ এপ্রিল) পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরো পড়ুন: দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা পাবনায়
গত ২৪ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আজ তা কমে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।
ঢাকা ছাড়া ময়মনসিংহে গতকাল তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, আজ তা কমে ৩৪ দশমিক ৫, রংপুরে ছিল ৩৯ দশমিক ২, আজ তা কমে ৩৬ দশমিক ৬, সিলেটে ছিল ৩৬ দশমিক ২, আজ ৩৫ দশমিক ৫, চট্টগ্রামে ছিল ৩৩ দশমিক ৭, আজ কিছুটা বেড়ে ৩৪, খুলনায় ছিল ৩৮ দশমিক ৮, আজ ৩৭ দশমিক ৫ এবং বরিশালে ছিল ৩৬ দশমিক ৭, আজ তা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই হিসাবে সব মিলিয়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে সারা দেশে।