দুই শিফটে নেওয়া হতে পারে জাবির ভর্তি পরীক্ষা: ভিসি

Image

ডেস্ক,১৮ এপ্রিল ২০২৩:

একাডেমিক কাউন্সিলের সদস্যরা একমত হলে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) আসন্ন ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে আলাপকালে গণমাধ্যমকে এ কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।

আরো পড়ুন: চবির প্রতি আসনের বিপরীতে ৪১ ভর্তিচ্ছু, পরীক্ষা চার ইউনিটে

তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে ভেবে দেখেছি। সাভারের আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি একই দিনে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে একটা ইউনিটের জন্য দুই শিফটে পরীক্ষা নেওয়া যাবে। সামনের একাডেমিক কাউন্সিলে বিষয়টি উত্থাপন করা হবে। কাউন্সিলের সদস্যদের মতামতের ভিত্তিতে এটি কার্যকর করা হবে।

প্রসঙ্গত, আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত জাবির ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হবে। ১৬ জুন থেকে থেকে ২৪ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।