দামুড়হুদায় প্রাথমিক/ ইবতেদায়ীতে পরীক্ষায় পাশের হার ৯৭.৫ শতাংশ

দামুড়হুদা জেলায় ৩য়, ১ম চুয়াডাঙ্গা সদর এবং ৪র্থ জীবননগর

চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর চুয়াডাঙ্গা জেলায় দামুড়হুদা উপজেলার পাসের হার ৯৫.৫ শতাংশ। অপরদিকে ইবতেদায়ীতে পাসের হার ৯৫.২৬ শতাংশ।
উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকে এ বছর ৪ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। অপরদিকে ইবতেদায়ীতে ৬৪৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।
প্রাথমিকে বালকদের পাসের হার ছিল ৯৭.৭১ শতাংশ ও বালিকাদের পাসের হার ৯৮.৬৪ শতাংশ। তিনি আরও জানান, প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে বালক ৬১ এবং বালিকা ৮৭ জন।
দর্শনায় সর্ব্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে অংকুর আদর্শ বিদ্যালয় ১৫টি, পূর্বরামনগর ১০টি এবং লিটিল এনজেলস ইন্টাঃ স্কুল ৭টি, কেরু উচ্চ বিদ্যালয় ৫টি, কাষ্টমস সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪টি, আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১টি।
দামুড়হুদা প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক স্বরুপ দাস জানান আমরা আমাদের ফলাফলে খুশি এই কারনে যে আমরা জেলার সর্বশেষ স্থান অধিকার করিনি। তবে ভবিষ্যতে জেলায় যাতে ১ম স্থান অধিকার করতে পারি যে জন্য আমাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।