ঢাকা, ১৩ নভেম্বর:
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দাখিল নবম (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে—১৬ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি–সহ রেজিস্ট্রেশনের টাকা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। ২৭ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ই-এসআইএফ (e-SIF) পূরণ ও তথ্য এন্ট্রি সম্পন্ন করতে পারবেন।
যেসব শিক্ষার্থী—২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন মাদরাসায় অধ্যয়নরত,এবং দাখিল নবম (পরীক্ষা ২০২৬) রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে,শুধুমাত্র তারা মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে।
মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে—রেজিস্ট্রেশন সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মাদরাসাকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন কার্যক্রম শেষ করতে হবে।সময়সীমার পর আর রেজিস্ট্রেশন বাড়ানো হবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
















