চুয়াডাঙ্গা প্রতিনিধি: উন্নত রাষ্ট্রের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার বিকল্প নেই, এই উদ্দেশ্য নিয়ে শিক্ষার মান উন্নয়নে সংসদ সদস্য আলী আজগার টগরের সহযোগিতায় চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার দর্শনা অডিটরিয়াম প্রাঙ্গণে দামুড়হুদা উপজেলার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকী সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
তিনি বলেন ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চুয়াডাঙ্গা-২ আসনে আমার নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অনুদান পৌঁছানো হয়েছে। প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসায় সরকারের শিক্ষা খাতের সব দাবি মেনে নেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লেগেছে। শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়। যখন যা চাওয়া হয়, সরকার তাই দেয়। এত কিছুর উদ্দেশ্যই হলো শিক্ষার মান উন্নয়ন। যে কোনো কিছুর বিনিময়ে আমরা চাই শিক্ষার মান যেন বৃদ্ধি পায়। দুস্থ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপসহ শিক্ষা খাতে বিভিন্ন অনুদান দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরে আমাদের দেশ আজ উন্নত রাষ্ট্রের অভিষ্ঠ লক্ষ্যে ছুটে চলেছে।’
তিনি আরো বলেন, দামুড়হুদা উপজেলার ১১৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ধীরে ধীরে শহিদ মিনার তৈরি করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু , পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ।
সভায় সহস্রাধীক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।