ডেস্ক,১০ নভেম্বর ২০২১ঃ
সংসদীয় কমিটি দেশের যেসব প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরী কাম প্রহরী নিয়োগ এখনো সম্ভব হয়নি, সেগুলো দ্রুত সম্পন্নের সুপারিশ করেছে। বুধবার (৯ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
আরো পড়ুনঃ ডিসেম্বরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম।
কমিটি দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সীমানা দেয়াল নির্মাণ কার্যক্রম দ্রুততার সাথে করার জন্য সুপারিশ করে।
আরো পড়ুনঃ স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় নিহত প্রাথমিকের শিক্ষিকা
বৈঠকে পিইডিপি-৪ এর সাব কম্পোনেন্ট ২.৫ এর আওতায় ‘আউট অব স্কুল চিলড্রেন’ কর্মসূচি দ্রুত শেষের সুপারিশ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।