ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা করবে এনসিটিবি

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক,২ মে ২০২৩: পাঠ্যপুস্তক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরো পড়ুন: ঢাবি অধ্যাপক ইমতিয়াজকে সব অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

এনসিটিবি সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য এনসিটিবে চিঠি পাঠানো হয়। চিঠি পাওয়ার পর তার বিরুদ্ধে মামলা দায়েরে কোনো জটিলতা রয়েছে কি না সেটি খতিয়ে দেখছে সংস্থাটির একজন বিশেষজ্ঞ। সবকিছু ঠিক থাকলে চলতি মে মাসে ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা করবে এনসিটিবি।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের হবে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

এদিকে পাঠ্যপুস্তক নিয়ে গুজব ছড়ানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মুচলেকা দিয়েছেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড ও আচরণ করবেন না মর্মে লিখিত মুচলেকা দেওয়ার শর্তে তাকে ক্ষমা করা হয়েছে।

এর আগে গত রোববার (৩০ এপ্রিল) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের একটি প্রতিবেদন উত্থাপন করা হয়ে। প্রতিবেদন দেখে সিন্ডিকেট সদস্যরা বিষয়টিকে সরকারের শিক্ষানীতি ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার অপপ্রয়াস বলে জানান। পরবর্তীতে উপরে উল্লেখিত শর্তে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে ক্ষমা করা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।