ঢাবিতে বিজ্ঞপ্তি ছাড়াই দুই প্রভাষক নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই দু’জন প্রভাষক নিয়োগ দেয়া হয়েছে। এতে করে আগ্রহী অনেকে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ নিয়োগের অনুমোদন দেয়া হয়।

একই সভায় দীর্ঘদিন শিক্ষা কার্যক্রমে অংশ না নেয়ায় এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বেতন-ভাতাও বন্ধ করা হয়েছে।

সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ পাওয়া দু’জন হলেন নিফাত সুলতানা ও মো. আখতারুজ্জামান। তাদের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগে নিয়োগ দেয়া হয়েছে।

আর সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ।

সিন্ডিকেট সূত্রে জানা গেছে, আজহার জাফর শাহ টানা ১০ বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নিয়মিত নন। দীর্ঘ অনুপস্থিতির ফলে ২০১৪ সালে গঠিত একটি কমিটির মাধ্যমে বিষয়টি তদন্ত হয় এবং কমিটির সুপারিশ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। প্রো-ভিসি (শিক্ষা) ড. নাসরীন আহমাদকে প্রধান করে গঠিত কমিটিতে রয়েছেন সিন্ডিকেট সদস্য ড. নাজমা শাহীন, ড. চন্দ্রনাথ পোদ্দার, এএফএম মেজবাহউদ্দিন, এসএম বাহালুল মজনুন চুন্নু।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।