সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭০৩ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯১ জন ডেঙ্গু রোগী।
আরো পড়ুন: ডেঙ্গু আক্রান্তে অতীতের সব রেকর্ড ভাঙ্গলো
বর্তমানে সারা দেশে ৭ হাজার ৯৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৭৫৫ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪ হাজার ১৮৯ জন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৫২৮ জনের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ১০ হাজার ২২৪ জন। ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫২ হাজার ৬৫৬ জন ও ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ৫৭ হাজার ৫৬৮ জন।
এ পর্যন্ত ডেঙ্গু থেকে সেরে উঠেছেন ১ লাখ ১ হাজার ৭৬২ জন। ঢাকা ৪৮ হাজার ৫১০ জন এবং ঢাকার বাইরে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ২৫২ জন।