ট্রেনে অনলাইন টিকিটের সুফল পাচ্ছেন সাধারণ যাত্রীরা

Image

ডেস্ক,৭ এপ্রিল ২০২৩:আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। ঈদে অনলাইনে ১০০ ভাগ টিকিট বিক্র শুরু হওয়ার সাথে সাথে ট্রেনে অনলাইন টিকিটের সুফল পেতে শুরু করেছে সাধারণ যাত্রীরা।

আরো পড়ুন: অনলাইনে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

এ প্রসঙ্গে অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন তার ফেসবুক পোষ্টে লেখেন ,দিনে ৩০ হাজার টিকিটের জন্য ৫ লাখ লোক চেষ্টা করলে ৪ লাখ ৭০ হাজার লোক টিকিট পাবে না। এটাই স্বাভাবিক।

টিকিট হোল্ড বা ব্লক বা কারসাজি করার ক্ষমতা বা সিস্টেম সহজের নেই। নিশ্চিত থাকুন। এটা যারা টিকিট পাবে না, অর্থাৎ চার লাখ সত্তর হাজার লোক বলতে পারে বা বলবে।

ঈদে যাত্রী চাপ মারাত্মক বেশি। কাজেই আপনার মনে করার কোন কারণ নেই যে, আপনি ট্রেনে একাই যাচ্ছেন।
টিকিট ধাপে ধাপে ছাড়ার যে কথা হচ্ছে, সেটা সহজ করছে না। যাত্রীরা যখন টিকিট কাটতে গিয়ে ১৫ মিনিটের জন্য টিকিট হোল্ড করে রাখে, সে যখন কোন কারণে কাটতে পারে না বা কাটে না, হয়ত টিকিট আছে কিনা, সেটা পরীক্ষা করার জন্য অনেকেই ঢুকে আবার বের হয়ে আসে, সেই টিকিটগুলো ১৫ মিনিট পর আবার শো করে।

কাজেই আপনারা কিছুক্ষণ পরপর রিফ্রেশ করে আবার ট্রাই করবেন। প্রতিদিন বিকালে এবং সন্ধ্যা রাতেও দেখবেন রিফান্ড টিকিট শো করছে কিনা।

মাহবুব কবির মিলন আরো বলেন কোন কারসাজি রেলে বা সহজে করা হচ্ছে না। টিকিট প্রাপ্ত যাত্রীরা একটু সরব হন প্লিজ।
আর একটা কথা, প্রতিদিনের টিকিট প্রাপ্ত যাত্রীর লিস্ট সন্ধ্যায় রেলের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। আপনারা দেখতে পারেন।
কালোবাজারি নিপাত যাক।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।