ডেস্ক,১১ মে ২০২২:
দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের নতুন সহপ্রতিষ্ঠাতা এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা সালমান হোসাইন বেগ। সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
টেন মিনিট স্কুলকে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার কাজ করবেন সালমান। তিনি প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ, ব্যবসার উন্নতি, দক্ষতা, পণ্য এবং প্রবৃদ্ধি নিয়ে কাজ করবেন।
টেলিনর থাইল্যান্তে সাড়ে তিন বছর কাজ করার পর টেন মিনিট স্কুলে যোগ দিলেন সালমান। টেলিনরে তিনি ভাইস প্রেসিডেন্ট ও উদ্ভাবন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি গ্রামীণফোনের ডিজিটাল চ্যানেল বিভাগের প্রধান ছিলেন। তিনি মাইজিপি অ্যাপ তৈরিতেও ভূমিকা রাখেন।
সালমান গত বছর থেকে টেন মিনিট স্কুলের উপদেষ্ঠা ও বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। টেন মিনিট স্কুল বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিষয়ক অ্যাপ। এর প্রায় ৩৬ লাখ অ্যাপ ব্যবহারকারী, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই কোটি ৮০ লাখ সাবসক্রাইবার এবং ৪০ হাজার শিক্ষাবিষয়ক ভিডিওর লাইব্রেরি রয়েছে।