শেরপুরে জেএসসি পরীক্ষায় মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি ধারণ করে বাইরে পাঠিয়ে নকলে সহায়তার অভিযোগে এক শিক্ষককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার জেএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে সদর উপজেলার মুকসুদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত ইমান আলী ওই বিদ্যালয়ের একজন গণিত শিক্ষক বলে জানা যায়। শেরপুর সদরের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তাদিরুল আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুকসুদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি গণিত পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শক ও ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমান আলী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি ধারণ করে তা কেন্দ্রের বাইরে এমএমএস করে পাঠান। বিষয়টি ওই কেন্দ্রের অন্যান্য পরিদর্শকের নজরে এলে তারা কর্তৃপক্ষকে অবহিত করলে মোবাইল
ফোনসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। রবিবার বিকেলে সাজাপ্রাপ্ত ওই শিক্ষককে জেলা কারাগারে পাঠানো হয়।