এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না। শিক্ষার্থীদের অটোপাসের সনদ দেওয়া হবে। সনদে কোনো গ্রেড বা নম্বর থাকবে না, শুধু ‘পাস’ লেখা থাকবে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ মঙ্গলবার (৫ অক্টোবর) সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমাদের সব প্রস্তুতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। যেহেতু, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে, সে কারণে এ বছর ৮ম শ্রেণির পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তবে সার্টিফিকেট নিয়ে তারা ৯ম শ্রেণিতে ভর্তি হবে। এসএসসি পরীক্ষার সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে।’