জাবির ৪ শিক্ষার্থী পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড

Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারজন শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড পেয়েছেন। রবিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে প্রাইজ মানি হিসেবে ৩ লাখ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা ১৫ জুন

পুরস্কারপ্রাপ্ত জাবির ৪ শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মাহবুবা বিনতে মোহাম্মদ (কলা ও মানবিকী অধিক্ষেত্রে), বিশ্ববিদ্যালয়ের রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস ইনস্টিটিউটের নিশাত রায়হানা ঈশিতা (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/এমার্জিং টেকনোলজি অধিক্ষেত্রে), ভূগোল ও পরিবেশ বিভাগের মুনিয়া তাহসিন (সমুদ্র বিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান/পরমাণু বিজ্ঞান অধিক্ষেত্রে), এবং চারুকলা বিভাগের রুবাইয়াত ইবেন নবী (চারু ও কারু অধিক্ষেত্রে)।

এবছর, দেশের অভ্যন্তরে স্নাতকোত্তরের ১৬টি অধিক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের উন্মুক্ত আবেদনের প্রেক্ষিতে প্রতিযোগিতার মাধ্যমে ২২জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর আগে, গত ১৯ মে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপ-পরিচালকের দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুন নূর মোহম্মদ আল ফিরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।