জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আগামী নভেম্বর মাসে শুরু হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
রবিবার (২৪ সেপ্টেম্বর) উপাচার্য নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল ফি কমলো
তিনি বলেন, আমরা নির্মাণাধীন সব হলগুলোর চাবি হাতে পেয়েছি। আমাদের জনবল নিয়োগের যে সংকট তা কেটেছে। আমরা ইতোমধ্যে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছি। জনবল নিয়োগ সাপেক্ষে দ্রুত হলগুলো চালু করা হবে। হলগুলো চালু হলে আশা করছি আগামী নভেম্বরে মধ্যেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা যাবে।
প্রসঙ্গত, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত।