জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গাউন!

১৯৯২ সালে প্রতিষ্ঠার পর গত ২৪ বছরে এই প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৭ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনের জন্য ১৭৯৫ ছাত্র এবং ৩১৩৭ ছাত্রী রেজিস্ট্রেশন করেছেন।

রেজিস্ট্রেশনের সময় প্রত্যেকের কাছ থেকে একটি সার্টিফিকেটের জন্য ৩ হাজার এবং যারা দু’টি সার্টিফিকেট অর্থাৎ অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেট নেবে তাদের কাছ থেকে সাড়ে ৩ হাজার টাকা করে নেওয়া হয়েছে।

সমাবর্তন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৩, ১৪ ও ১৫ জানুয়ারির মধ্যে গাউন সংগ্রহ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিলে শিক্ষার্থীরা গাউন সংগ্রহ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় যায়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের গাউনে লেখা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ ছাড়া অনেকের গাউন ছেড়া, অনেকের ক্যাপে সুতা নেই। আবার কারো কারো গাউনের ভেতর থেকে তেলাপোকা বের হচ্ছে, কিছু কিছু গাউন থেকে বাজে গন্ধ বেরও হচ্ছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।