জবি প্রতিনিধি,৮ জানুয়ারী ২০২৩:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে। রবিবার ( ৮ জানুয়ারি) দুপুরে ভর্তি কমিটির সভা শেষে শিক্ষাবার্তাকে এ তথ্য জানান জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
আরো পড়ুন:শাবিপ্রবির সংশোধিত অষ্টম মেধাতালিকা প্রকাশ
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিট এবং ‘সি’ ইউনিটের সব আসন প্রায় পূরণ হয়ে গেছে। ‘এ’ ইউনিটে কিছু সংখ্যক সিট ফাঁকা আছে যা অষ্টম মেধাতালিকার মাধ্যমে পূর্ণ হয়ে যাবে বলে আশা করছি৷
অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, নতুন একটি পদ্ধতি আসলে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হয় এটা ঠিক হয়ে যাবে।
প্রসঙ্গত, সপ্তম মেধাতালিকা থেকে ভর্তি শেষে ‘এ’ ইউনিটে ৩৪১ টি, ‘বি’ ইউনিটে ৪ টি এবং ‘সি’ ইউনিটে ৭ টি আসন ফাঁকা রয়েছে।